বাড়িতে অতিথি এলে তাঁদের সঙ্গে মিশতে শিশুকে উত্সাহ দিচ্ছেন অভিভাবকেরা। তবে, এমন সময়ে ভুলেও ধমক দেওয়া যাবে না শিশুদের। প্রতীকী ছবি: অধুনামায়েরা তাঁদের অবাধ্য বা দুষ্টু শিশুদের প্রায়ই কড়া সুরে শাসন করেন, ধমক দেন। তাতে শিশুরা হয়তো সাময়িকভাবে বাধ্য হয়। কিন্তু এর প্রভাব মারাত্মক। এতে ভবিষ্যতে শিশুদের আচরণ আরও খারাপ হতে পারে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। ৮ এপ্রিল ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যে অনুষ্ঠিত রয়েল...

